তুমি ডাক দিলে আমায়

তুমি ডাক দিলে আমায়
ওগো যীশু দয়াময়
সব ছাড়িয়া যেতে হবে
পিছনে ফেরা যাবেনা
পিছনে ফেরা যাবেনা।(২)


যত কষ্ট হোক না আমার
আছি আমি সাথে তোমার
এপার থেকে নিও ওপার
(তুমি)এপার থেকে নিও ওপার
আমাকে রেখে যেওনা
আমাকে রেখে যেওনা।(২)


খ্রিষ্ট আসবেন মেঘ রথে
বিস্বাসিরা যাবে সাথে
সময় হলো এখন আবার
(তাই)সময় হলো এখন আবার
যদি করি ভাবনা
যদি করি ভাবনা।(২)


কথা ও সুর - ডেভিড রায়

0 comments:

Post a Comment