প্রভু তুমি আস আমার অন্তরে

প্রভু তুমি আস আমার অন্তরে ,অন্তরে
প্রভু তুমি সাড়া দেও আমারে.(২)

যখন আমি তোমার থেকে

দুরে চলে যাই
তখন তুমি বাড়িয়ে দাও
হাত দুটি আমায়
তোমাকে যে আমি
এখন বুঝি নাই
তোমাকে যে আমি
এখন জানি নাই
ক্ষমা কর প্রভু তুমি আমারে.(২)

যখন আমার পাপের জীবন

কোন আশা নাই
তখন তোমার রক্তে ধুলে
পাপ যত আমার
আমাকে যে করে নিলে
তোমারি সন্তান
আমাকে যে দিলে তুমি
অনন্ত জীবন
তাইতো প্রভু ডাকি শুধু তোমারে.(২)

Lyrics - David Roy & Kanta Roy

Tune & Music - David Roy

https://youtu.be/u8Yh0iRXTMM

0 comments:

Post a Comment