ইতিহাসঃ
আমি ডেভিড।একটি সাধারন খ্রীষ্টিয় পরিবারে আমার জন্ম।ছোটবেলা থেকেই আমি আমার বাবা-মায়ের সাথে চার্চে যেতাম।এভাবেই কেটে গেছে আমার বছরের পর বছর।যখন আমি যুবক হয়ে উঠতে শুরু করলাম তখন আমার অনেক বন্দু বান্ধব হলো এবং আমি তাদের সাথে মিশতে শুরু করলাম।এই মেশা ছিল আমার জন্য ক্ষতিকারক।কারন কিছুদিন পরই আমি বিভিন্ন নেশা জাতিয় দ্রব্য যেমন মদ, গাঁজা, সিগারেট এগুলো খেতে শুরু করলাম।মানুষ আমাকে জানেতো বা চিনতো একজন ভাল ছেলে হিসেবে। কিন্তু কেউ জানতো না যে পৃথিবীর সমস্ত নোংরা আর জঘন্য বিষয়গুলো আমার জীবনে রয়েছে।কি করেই বা তা জানা সম্ভব কারন কেউই হৃদয়ের ভিতরে ডুকতে পারে না।কিন্তু একজন আমার এই হৃদয়ের ভিতরে ডুকতে পারল!!
কে তিনি?
সেই একজন যে আমার জীবনে ডুকতে পারে তা আমি কখন চিন্তা করিনি।তাঁর বিষয়ে আমি অনেক গান গেয়েছি,কথা শুনেছি,কিন্তু তাঁর যে আমার হৃদয়ের ভাষা বোঝার ক্ষমতা রয়েছে তা আমি বুঝতে পারিনি বা কখন বোঝার চেষ্টাও করিনি।তিনি আমার প্রভু যীশু খ্রীষ্ট!তিনি আমাকে আহ্বান করলেন যেভাবে তিনি পৌলকে আহবান করেছিলেন।
কিভাবে তিনি আসলেন?
১৯৯৯ সালে আমি মেথোডিষ্ট চার্চে কাজে যোগ দিই।তখন পাষ্টরস কনফারেন্স শুরু হয়।পাষ্টর কনফারেন্সে একজন প্রভুর দাসের প্রচার আমাকে দারুন ভাবে আলোড়িত করে।তিনি প্রচারের শেষে আহবান করলেন যেন অনেকে তাদের জীবনকে প্রভুর হাতে তুলে দেয়।আমি পারছিলাম না।কিন্তু প্রভু আমাকে বললেন,David give your heart to me,and I will give you new heart!তারপরেই যে কি হয়ে গেল,আমি আমার সমস্ত পাপ প্রভুর কাছে স্বীকার করলাম,প্রভুর কাছে নত জানু হলাম যেন প্রভু আমাকে এক নতুন হৃদয় দান করেন।১৯৯৯ সালের ৩০ শে এপ্রিল শুক্রবার আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।যে দিন থেকে আমি নতুন জীবন পেয়েছি। আমি বিশ্বাস করি প্রভু আমার সকল পাপ ক্ষমা করেছেন এবং আমাকে তাঁর সন্তান হিসাবে গ্রহন করেছেন।
এখন?
জীবনে ঈশ্বরের দারুন আর্শীবাদ রয়েছে!!তিনিআর্শীবাদ করেছেন অফুরন্তভাবে।প্রতিনিয়ত বিশ্বাসে বৃদ্ধি করছেন।সুন্দর পারিবারিক জীবন,বিশ্বাসিনী স্ত্রী ও কন্যা সন্তান যুগিয়ে দিয়েছেন।আমার ইচ্ছা ,আমি ও আমার পরিবার আমরা সদাপ্রভুর সেবা করবো।ঈশ্বর আমাকে যে তালন্ত দিয়েছেন তা আমি তাঁর গৌরবের উদ্দেশ্যেই ব্যবহার করতে চাই।আমি প্রভুকে আরো জানতে চাই,ভালবাসতে চাই,সেবা করতে চাই।এই-ই আমার জীবনের সবচেয়ে প্রধান কাজ।