আমার চিত্ত সাজাতে
প্রভু স্পর্শ কর আমাকে
তোমার ইচ্ছা অনুসারে
আমাকে আজ নত কর এই ক্ষনে।(২)
ধূয়াঃতোমার ভালবাসাতে
আছি আমি তোমার সাথে
যতকাল বেচেঁ থাকব আমি
তোমার সাক্ষ্য দেব আমি
তোমার হাতে হাত ধরে
আমি যেতে চাই তোমার সেই অনন্তপুরে।
আমার মনের গভীরে
প্রভু রাখ বাক্য পূর্ন করে
তোমার আন্তার শক্তিতে
আমার জীবনের গতি হোক সর্বক্ষনে।(২)
কথা ও সুর - ডেভিড রায়
প্রভু স্পর্শ কর আমাকে
তোমার ইচ্ছা অনুসারে
আমাকে আজ নত কর এই ক্ষনে।(২)
ধূয়াঃতোমার ভালবাসাতে
আছি আমি তোমার সাথে
যতকাল বেচেঁ থাকব আমি
তোমার সাক্ষ্য দেব আমি
তোমার হাতে হাত ধরে
আমি যেতে চাই তোমার সেই অনন্তপুরে।
আমার মনের গভীরে
প্রভু রাখ বাক্য পূর্ন করে
তোমার আন্তার শক্তিতে
আমার জীবনের গতি হোক সর্বক্ষনে।(২)
কথা ও সুর - ডেভিড রায়
0 comments:
Post a Comment