বড়দিন প্রভু যীশুর জন্মদিন

বড়দিন,বড়দিন,
বড়দিন,বড়দিন
প্রভু যীশুর জন্মদিন 
পরিত্রাতার জন্মদিন. (২)

এসো সবে মিলে গাই
প্রান খুলে জয় গান
দলে,দলে নেচে গাই
মুক্তি দাতার জন্ম গান. (২) 
যীশুর জয়,যীশুর জয়
প্রান খুলে পাপী গায় 
ঈশ-পুত্র এলো আজ
মনে মোদের দু:খ নাই.

ঐ শোন দূতে গায়
উর্দ্ধলোকে মহিমায়
রাখালেরা শুনে গায়
শান্তি এল এ ধরায়. (২)
যীশুর জয়, যীশুর জয় 
নেচে, নেচে সবে গায়
স্বর্গ-মর্ত সবে গায় 
তাহে পাপি মুক্তি পায়.

চল সবে মিলে যাই
বৈলেহমে গোশালায়
স্বর্ন, রৌপ্য সুগন্ধে
পূজি গিয়ে তাঁহার পায়. (২) 
যীশুর জয়, যীশুর জয় 
পাপী মনে শান্তি পায় 
বল জয়, বল জয়
ধরায় এল প্রেমময়.

Lyrics - Philip Penday
Tune & Music - David Roy

https://youtu.be/E4GELKm_C-Y

0 comments:

Post a Comment