কত মন পড়ে আছো কত ব্যাথা নিয়ে আছো
মিছে মরিচিকার পিছে ঘুরে আর মোর নাকো।
রাত আসে দিন যায় নদী যায় সাগরে
মন ভাঙ্গে মন গড়ে তবুও সুখ নাই আন্তরে।
আলো আধারির খেলা বয়ে যাবে ধরণীতে
আসবেন প্রভু তোমায় নিতে অনন্ত নগরে।
এস সবে আসল ঠিকানায় পাবে সুখ শান্তি
ভরে যাবে এলে মন খুজে পাবে মুক্তি।
কথা- কল্লোল চৌধুরী
সুর- ডেভিড রায়
মিছে মরিচিকার পিছে ঘুরে আর মোর নাকো।
রাত আসে দিন যায় নদী যায় সাগরে
মন ভাঙ্গে মন গড়ে তবুও সুখ নাই আন্তরে।
আলো আধারির খেলা বয়ে যাবে ধরণীতে
আসবেন প্রভু তোমায় নিতে অনন্ত নগরে।
এস সবে আসল ঠিকানায় পাবে সুখ শান্তি
ভরে যাবে এলে মন খুজে পাবে মুক্তি।
কথা- কল্লোল চৌধুরী
সুর- ডেভিড রায়
0 comments:
Post a Comment