ঐ শোন ঐ ডাকেন যীশু

ঐ শোন ঐ ডাকেন যীশু
আয়রে পাপী ফিরে আয়
ক্রুশের রক্তে পাপ ধৌত করে
নিজেরে পাপ হতে মুক্ত কর।

এই দিন তোর যায়রে চলে

কাটাস না তুই আর অবহেলে
জীবন আছে এই রক্তে
জীবন আছে এই রক্তে
সুযোগ নে তাই কিনে।

কত পাপী পায় নতুন জীবন

থাকিস না পাপের বন্দিজালে
ঐ মুক্তি দিতে মুক্তিদাতা (২)
আছেন দুই হাত বাড়ায়ে।


কথা - এষৌ বৈদ্য

সুর - ডেভিড রায়

0 comments:

Post a Comment