এ জীবনে আমি তোমার কথা শুনেছি বহুবার
যতবার শুনেছি আমি দূরে গিয়েছি ততবার
কোনদিন আমি ভাবিনি যে এ পথে জীবন আছে
বিনামূল্যে পাওয়া যায় যীশুর কাছে।
আমি পেতে চাই অনন্ত জীবন
আমি পেতে চাই অনন্ত জীবন
শত বাধা আসুক এ জীবনে
তোমাকে পেয়েছি এই মনে প্রানে
আমি পেতে চাই,আমি পেতে চাই।
এ জীবনে আমি শান্তির বানী শুনেছি বহুবার
যতবার শুনেছি আমি দূরে গিয়েছি ততবার
কোনদিন আমি ভাবিনি যে এ পথে শান্তি আছে
বিনামূল্যে পাওয়া যায় যীশুর কাছে।
আমি পেতে চাই অনন্ত জীবন
আমি পেতে চাই অনন্ত জীবন
শত বাধা আসুক এ জীবনে
তোমাকে পেয়েছি এই মনে প্রানে
আমি পেতে চাই,আমি পেতে চাই।
Lyrics & Tune - David Roy
Artist - David Roy
যতবার শুনেছি আমি দূরে গিয়েছি ততবার
কোনদিন আমি ভাবিনি যে এ পথে জীবন আছে
বিনামূল্যে পাওয়া যায় যীশুর কাছে।
আমি পেতে চাই অনন্ত জীবন
আমি পেতে চাই অনন্ত জীবন
শত বাধা আসুক এ জীবনে
তোমাকে পেয়েছি এই মনে প্রানে
আমি পেতে চাই,আমি পেতে চাই।
এ জীবনে আমি শান্তির বানী শুনেছি বহুবার
যতবার শুনেছি আমি দূরে গিয়েছি ততবার
কোনদিন আমি ভাবিনি যে এ পথে শান্তি আছে
বিনামূল্যে পাওয়া যায় যীশুর কাছে।
আমি পেতে চাই অনন্ত জীবন
আমি পেতে চাই অনন্ত জীবন
শত বাধা আসুক এ জীবনে
তোমাকে পেয়েছি এই মনে প্রানে
আমি পেতে চাই,আমি পেতে চাই।
Lyrics & Tune - David Roy
Artist - David Roy
0 comments:
Post a Comment