আরাধনার জন্য সৃষ্টি

জগতের কাজ সব ত্যাগ করেছি
আমার লক্ষ্য যে তোমাতে
যীশুর জন্য উৎসর্গকৃত
আমার আবেগ সব তোমাতে
আরাধনার জন্য সৃষ্টি করেছ আমায়
আশীর্বাদ তোমার নাম করি আরাধনায়. 

তোমার নামের আশীর্বাদ হোক (২)
আরাধনার জন্য সৃষ্টি করেছ আমায়
তোমার নামের প্রশংসা হোক (২)
আরাধনার জন্য সৃষ্টি করেছ আমায়. 

মোহিত আমি তোমার গুনে
ধন্য হয়েছি আবেশে
পরিষ্কৃত কর আমায়
তোমার উপস্থিতিতে. 

পূর্ন কর আমার হৃদয় ও আত্নাকে তৃপ্ত কর আমাকে
শক্তি ও আত্নাকে তোমার ভালবাসায় তৃপ্ত কর আমাকে. 

Song - Made For Worship 
Translated To Bangla - David Roy.

https://youtu.be/Q4qQbOddFr0

0 comments:

Post a Comment