সে জানেন আমার নাম

আমার কারিগর আছে
বানিয়েছেন হৃদয়
জন্মের বহু আগে
ছিল জীবন তাঁর হাতে।(2)

সে জানেন আমার নাম
সে জানেন আমার চিন্তা
দেখেন অশ্রু আমার
ডাকি যখন শোনেন।

আমার পিতা আছেন
আমি  তাঁর আপন
আমায় ছেড়ে যাবেনা
যত দূরে থাকি।(2)

সে জানেন আমার নাম
সে জানেন আমার চিন্তা
দেখেন অশ্রু আমার
ডাকি যখন শোনেন।

Song - He knowns my name
Translated - David Roy

https://youtu.be/ncQv3d2Rmno

0 comments:

Post a Comment