দয়াল তোমার কাছে এসেছি

দয়াল তোমার কাছে এসেছি
আমি তোমার কাছে এসেছি
ওরে দয়াময় আমায় তুমি দয়া কর।(2)

তোমার চরন তলে এসে জুড়াব পরান
ধন্য হবে পূর্ন হবে আমারএ জীবন।(2)
তুনি যদি দয়া কর
দেহ মনও প্রান দেব
যা আছে আমার
ওরে দয়াময় আমায় তুমি দয়া কর।

ঘুচাও মনের কালিমা আর যত অন্ধকার
অসার এই জগত মাঝে তুমি আলোর সার।(2)
তোমার রক্তে সেচন কর
তোমার আন্তায় শিক্ত কর
যা আছে আমার
ওরে দয়াময় আমায় তুমি দয়া কর।

Lyrics & Tune - David Roy
Music Composed - David Roy

https://youtu.be/6puS99YCLdI

0 comments:

Post a Comment