শুন স্বর্গদূতের রব

শুন স্বর্গদূতের রব, নবজাত রাজার স্তব,
উর্ধ্বে প্রভুর মহিমা, ভূতলে প্রসন্নতা:
উঠ, সর্ব জাতিগন, হর্ষে কর আরাধন,
কথা করিও প্রচার, ঈশ্বর হইলেন অবতর l

যিনি স্বর্গে পূজিত, সদাকাল বিরাজিত,
তিনি পূর্ন সময়ে জন্মেন এই জগতে;
নিতে পাপ ও দু:খভার, হইলেন তিনি নরাকার,
মর্তলোকে মর্ত সাথ, প্রবাস করেন যীশু নাথ l

আইস, ধন্য শান্তিরাজ, সিদ্ধ কর তব কাজ,
তুমি সত্য দিবাকর, ধর্মভানু মনোহর;y
আপন মহা বলেতে, ধ্বংস কর সর্পকে,
নর-বংশে রাজ্য লও, মৃত্যু নাশি জীবন দেও l

Lyrics - R. P. Griff's ( 1856 )
Music Composed - David Roy

https://youtu.be/smlOzR1RtXY

0 comments:

Post a Comment