বছর ঘুরে এলো বড়দিন

বছর ঘুরে এলো বড়দিন
তাই আজ সবার মন হল যে রঙিন
সবার ঘরে ঘরে আনন্দের বেজে ওঠে বীন
বড়দিন, বড়দিন, বড়দিন l

বড়দিন এলে ঘরে ঘরে
পিঠার উৎসব সবাই করে
শীতের কাপড় সবাই পড়ে
কীর্ত্তন করে সেই দিন l

 বড়দিন মানে নতুন জামা
বেড়াতে যেতে নেই তো মানা
খুশির জোওয়ার ঘরে ঘরে
গানে গানে সারাদিন l

বড়দিন এলে স্মরন করি
সুখবর বার্তা দেই যে ছড়ি
যীশু সবার মুক্তিদাতা
পাপ থেকে হয়েছি স্বাধীন l

Lyrics - David Roy
Tune  - David Roy
Music Composed - David Roy

https://youtu.be/rRau66h6C-o

0 comments:

Post a Comment