যদি প্রেম না থাকে ঝ্মঝ্ম কারি

যদি প্রেম না থাকে ঝ্মঝ্ম কারি
হৃদয় না থাকে স্বার্থপরি
তাতো ভাল হয়না।
যদি, মন না থাকে হয়না মিলন
সত্য না থাকে হয়না জীবন
তাতো মানা যায়না।(২)

প্রভুর কাছে প্রেম যে আছে
তিনি পাপিকে ভালবাসেন
সবার আগে চান যা তিনি
আমাদের পরিত্রান।

পাপের ক্ষ্মমা যীশু করেন
পড়ে গেলে তিনি ধরেন
সবার আগে চান যা তিনি
আমাদের মন ও প্রান।(২)

গান-কাওয়ালী
কথা ও সুর - ডেভিড রায়

0 comments:

Post a Comment