তোমরা প্রস্তুত হও সবাই

তোমরা প্রস্তুত হও সবাই
সময় যে বেশি নাই।(২)
যীশু রাজা আসিতেছেন (ভাইরে)
সময় যে বেশি নাই।
প্রস্তুত হও সবাই।(২)

দশ কুমারির বাতি ছিল

পাঁচ কুমারির তেল ফুরাইলো।(২)
তোমার সে তেল আছে কিনা(ভাইরে)
তা তুমি জেনে নাও।
সময় যে বেশি নাই।(২)

মহামারি ভূমিকম্পে 

ধংস হবে পৃথিবীতে।(২)
তুমি যদি মন না ফিরাও (ভাইরে)
শেষ হবে সবাই।
সময় যে বেশি নাই।(২)

জেগে থাক প্রার্থনাতে

ভালবাসা দেও সবারে।(২)
সবাই যেন স্বর্গে যেতে পারে
প্রভুর ইচ্ছা তাই।
সময় যে বেশি নাই।(২)


কথা ও সুর - ডেভিড রায়

0 comments:

Post a Comment