আমার এই হৃদয় জুরে
তোমার ঐ সুরে, সুরে
নেচে,নেচে যাব আমি তোমার ঐ মন্দিরে
যাব আমি তোমার মন্দিরে।(২)
আমার মনের ইচ্ছা খানি
সপেঁ দেই তোমায় আমি
চিরদিন থাকবো আমি তোমার।(২)
তোমার ইচ্ছা পালন করে
যাব ওপার তোমায় ধরে
সদা যেন থাকি তোমার গৌরবে,গৌরবে।(২)
তুমি ক্রুশে রক্ত দিয়ে
সবার পাপ তুলে নিলে
তোমার জন্য আমরা মুক্তি পেলাম।(২)
তোমার ইচ্ছা অনুসারে
চালাও আমায় তোমার করে
চিরদিন গৌরব দেব জীবন ভরে,জীবন ভরে।(২)
কথা ও সুর - ডেভিড রায়
তোমার ঐ সুরে, সুরে
নেচে,নেচে যাব আমি তোমার ঐ মন্দিরে
যাব আমি তোমার মন্দিরে।(২)
আমার মনের ইচ্ছা খানি
সপেঁ দেই তোমায় আমি
চিরদিন থাকবো আমি তোমার।(২)
তোমার ইচ্ছা পালন করে
যাব ওপার তোমায় ধরে
সদা যেন থাকি তোমার গৌরবে,গৌরবে।(২)
তুমি ক্রুশে রক্ত দিয়ে
সবার পাপ তুলে নিলে
তোমার জন্য আমরা মুক্তি পেলাম।(২)
তোমার ইচ্ছা অনুসারে
চালাও আমায় তোমার করে
চিরদিন গৌরব দেব জীবন ভরে,জীবন ভরে।(২)
কথা ও সুর - ডেভিড রায়
0 comments:
Post a Comment