যে নামে পেয়েছি পরিত্রান

যে নামে পেয়েছি পরিত্রান
সে নামের আজ করি জয়গান
যাঁকে আমি ভালবেসে
 যাঁর কাছেতে এসে ভাইরে
পেয়েছি নব প্রান।(২)

যিনি ক্রুশে জীবন দিয়ে

কাঁটার মুকুট মাথায় দিয়ে
লাল রক্ত ঝরিয়ে(যীশু আমার)
মোদের তরে
পাপের ভার সব তিনি 
নিয়েছেন তুলে।(২)

যিনি মৃতের জীবন  দিলেন

অন্দকেও দেখতে দিলেন
তিনি প্রভু যীশু আমার
(যীশু আমার) ভালবাসা
মুক্তিদাতা খ্রীষ্ট তিনি জগৎত্রাতা।(২)


কথা - মৃদুল

সুর - ডেভিড রায়

0 comments:

Post a Comment