জীবন যেখানে বহমান

জীবন যেখানে বহমান
নিয়মের স্রোতে যেখানে
প্রানের স্পন্দন ক্রুশ সন্মুখে।

সবুজ শ্যামলে ভরা 

পৃথিবীতে নেই ভালবাসা
তোমারি পানে চাহিয়া
জেগে উঠে আশা।(২)
তুমি ধন্য,তুমি ধন্য।(২)
এ হৃদয় আকাশে প্রানের স্পন্দন
ঐ ক্রুশ সন্মুখে।

জীবনের আসল ঠিকানা

তুমি যে জেনেছে হৃদয়
প্রচারিব মোরা গানে গানে
পাপিদের তরে।(২)
তুমি ধন্য,তুমি ধন্য।(২)
এ হৃদয় আকাশে প্রানের স্পন্দন
ঐ ক্রুশ সন্মুখে।


কথা - কল্লোল

সুর - ডেভিড রায়

0 comments:

Post a Comment