যদি বাঁধ ভাঙ্গা স্রোত আসে

যদি বাঁধ ভাঙ্গা স্রোত আসে
যদি মন ভাঙ্গা দুংখ আসে
যদি পৃথিবীর মরন আসে
আমি থাকবো সেথায় দাঁড়িয়ে
ক্রুশতলে  ঐ ক্রুশতলে,ক্রুশতলে ঐ ক্রুশতলে।

মাটির দেহ যতন করে নিজ হাতে গড়েছো তুমি

আমারই প্রান আমারই গান এ কন্ঠে যে দিয়েছো তুমি(২)

জীবন তরী মনের সুখে বয়ে চলে এ ধরায়

নিয়ম ভাঙ্গা নিয়ম গড়া নিয়মের স্রোতের ধারায়(২)


কথা- কল্লোল চৌধুরী

সুর-ডেভিড রায়

0 comments:

Post a Comment