একদিন চলেই তো যাব
পৃথিবীর মায়া ছেড়ে
যেথায় যাব সেথায় আছে ঠিকানা.(২)
দু:খ আছে আছে কাঁটার জ্বালা
আছে প্রান সংশয় আছে অন্তরজ্বালা
যীশুর কাছে আছে শান্তির পথ
আছে অনন্ত জীবনের ঠিকানা.(২)
ধন সঞ্চয় কর পরম দেশে
যেন শান্তিতে কাটে এই জীবন শেষে
যেখানে তোমার ধন সেখানেই মন
পৃথিবীতে ধন সঞ্চয় কোর না.(২)
New Memorial Song For Mother
Lyrics, Tune & Music - David Roy
Singer - Aradhon Roy
24/4/2021.
0 comments:
Post a Comment