হয়না প্রেম তোমার মত

ভোরে, দেখি তোমায় সূর্যোদয়ে
ভোরে, দেখি রঙে আঁকা ছবি
আকাশে ভালবাসারই পত্র.

গল্প, হতে পারে ভিন্ন আমার
গল্প, স্বর্গ থেকে এসেছ
উদ্ধারে পেয়েছি যে পরিত্রান.

এমন ভালবাসা নেই যীশুর মত
দাড়িয়ে আছি তোমার সম্মানে
আরাধনা করব তোমায় আজীবন
বিশ্বস্ত সত্য প্রভু, হয়না প্রেম তোমার মত. 
(প্রভুর আরাধনা করব সাড়াজীবিন).

শৈল, ভেঙ্গে দাও সব বোঝা আমার
শৈল, তুমি আমার চারিপাশে আছ
তুমি ছেড়ে যাও না আমায়.
কি মধুর গান তোমার (হৃদয় গেয়ে যাও)
যীশু প্রেম করে, আমিও ভালবাসি.

Song - Nobody Loves Me Like You
Bangla Translate By - David Roy
Artist - Roy Family.


0 comments:

Post a Comment