ওরে মাঝি পার কইরা দাও আমারে

ওরে মাঝি পার কইরা দাও আমারে
তোমার নায়ে উঠলে পরে
শান্তি পাই অন্তরে।(২)

সাগর জলে ঝড়ের মাঝে
পালের নৌকা চলছে দুলে
একবার আমায় পাড়ে নিয়ে যাও
তোমার আশায় চলছি বেয়ে 
শক্তি  দাও আমারে।(২)

সংসার জীবন বড়ই বোঝা
তোমায় ছাড়া নাই ভরসা
আমার দুখের কূল কিনারা নাই
তুমি বড়ই দয়ার সাগর
দয়া কর আমারে।(২)

Lyrics - David Roy & Kanta Roy
Tune & Music - David Roy 


0 comments:

Post a Comment