শক্তি দাও দুর্বল হলে মন
তুমি আমার অমূল্য ধন
তুমি আমারি সব
প্রতিদিন খুজি তোমাকে
স্বপে দেই এ প্রান তোমাকে
তুমি আমারি সব.
ও যীশু মেষশাবক
তোমার নামের জয় হোক
যীশু মেষশাবক
তোমার গৌরব হোক.
তুলে নিয়েছো আমার পাপ
তোমার স্পর্শে পাই আশীর্বাদ
তুমি আমারি সব
যখন পড়ে যাই তুলে নাও
শূন্য এ হৃদয় ভরে দেও
তুমি আমারি সব.
ও যীশু মেষশাবক
তোমার নামের জয় হোক
যীশু মেষশাবক
তোমার গৌরব হোক.
Song - You Are My All In All
Translation by - David Roy
Singers - Aradhona Roy & Prarthona Roy
0 comments:
Post a Comment