এই আমি তোমার চরনে নত
ডেলে দেও অনুগ্রহ
এই আমি পাপে হৃদয়ে ভরা
শুচি কর রক্ত দ্বারা.
সেই ভালবাসায়
তুমি দিয়েছ প্রান সবার জন্য
তোমার আত্ন ত্যাগের দান
তুমি হয়েছ মহান।
ও প্রভু, ও প্রভু
তোমার দয়ায় আমি বেঁচে আছি
শূন্য হৃদয় পূর্ন কর আজি।(২)
এই আমি তোমার ভালবাসাতে
ক্ষমা করেছ আমাকে
এই আমি তোমার ইচ্ছা আমাতে
পূর্ন কর তোমার গুনে.
সেই ভালবাসায়
তুমি দিয়েছ প্রান সবার জন্য
তোমার আত্ন ত্যাগের দান
তুমি হয়েছ মহান।
ও প্রভু, ও প্রভু
তোমার দয়ায় আমি বেঁচে আছি
শূন্য হৃদয় পূর্ন কর আজি
ও প্রভু.............(৪)
Song - Here I Am Majesty
Bangla Translation By - David Roy
Singer - Aradhona Roy
0 comments:
Post a Comment