পাহারের পাশে যে নদী বহে
স্বচ্ছতা হয়ে সে বয়ে চলে
উপতক্যা মাঠ পেরিয়ে
সমূদ্রেতে মেশে সে নদী গিয়ে।
তার স্রোত ধারায় নেচে নেচে গাব
তার স্রোত ধারায় ভরে যায় হৃদয়
তার স্রোত ধারায় হাসি মূখ ভরে যায়
তাই আমরা গাই প্রভুর গৌরবের গান।
সেই পাহাড়ের উপর যেতে যে চাই
প্রভুর সান্নিধ্য যে কিভাবে পাই
নির্জন এই কূলে যে নদী বহে
আনন্দে নেচে গাই যীশুরই গান।(২)
প্রভুর সে নদী আলোর পথে
যে ছুয়ে যাবে সে জীবন পাবে
যে দেরি করে যাবে পাড়ে
সে ফিরবে তৃষায় পাওয়ার আশায় তারে।(২)
Song - Down the mountain the river flows
Translate - David Roy
https://youtu.be/0FQ_snYk2AI
স্বচ্ছতা হয়ে সে বয়ে চলে
উপতক্যা মাঠ পেরিয়ে
সমূদ্রেতে মেশে সে নদী গিয়ে।
তার স্রোত ধারায় নেচে নেচে গাব
তার স্রোত ধারায় ভরে যায় হৃদয়
তার স্রোত ধারায় হাসি মূখ ভরে যায়
তাই আমরা গাই প্রভুর গৌরবের গান।
সেই পাহাড়ের উপর যেতে যে চাই
প্রভুর সান্নিধ্য যে কিভাবে পাই
নির্জন এই কূলে যে নদী বহে
আনন্দে নেচে গাই যীশুরই গান।(২)
প্রভুর সে নদী আলোর পথে
যে ছুয়ে যাবে সে জীবন পাবে
যে দেরি করে যাবে পাড়ে
সে ফিরবে তৃষায় পাওয়ার আশায় তারে।(২)
Song - Down the mountain the river flows
Translate - David Roy
https://youtu.be/0FQ_snYk2AI
0 comments:
Post a Comment