আলো হয়ে তুমি এলে ধরাতে

আলো হয়ে তুমি এলে ধরাতে
খুলে দাও আমার আমার এ চোখ
হৃদয় দিয়ে তোমায় ভালবেসেছি
আশার জীবন আমার হোক।(২)

আমি আরাধনায় করি নত আমায়

বলি যে তোমাকে আমার ঈশ্বর।
তোমারি ভালবাসায় মূল্যবান করেছো
সবকিছু সুন্দর আমার জন্য।

রাজার রাজা উচ্চ গৌরব হোক তোমার

গৌরবময় তুমি স্বর্গে
নম্র হয়ে এসেছো পৃথিবীতে
মানব জাতির কল্যানে।(২)

জানিনা যে কত মূল্যে 

কিনেছো আমায় ক্রুশের রক্তে।(৩)

Song - Light of the world

Translate - David Roy

https://youtu.be/TSXNlbItkA4

0 comments:

Post a Comment