তোমার গৌরব করতে এসেছি মোরা

তোমার গৌরব করতে এসেছি মোরা
আমাদের যা আছে সবই যে তোমার।
আমার ভালবাসা তোমাকে দিতে চাই,
হৃদযেরই এন্দন (আমার পিতা)
যেন আমরা তোমায় দিতে পারি গৌরব
হৃদয় বলে দেবে, ভালবাসি


সুর - Here I Am To Praise You
অনুবাদ - ডেভিড রায়

0 comments:

Post a Comment