আমি সকাল বেলা তোমার কাছে

আমি সকাল বেলা তোমার কাছে হই সমর্পণ

আমার হৃদয় মাঝে তোমায় করি বিনীত নিমন্ত্রণ।


প্রতিদিন আলো বাতাস দিয়ে আমাকে বাঁচিয়ে  রাখ

প্রতিদিন তুমি আমার উপর ছায়া হয়ে থাকো

এমন ভালোবাসা করে থাকেন প্রভু সর্বক্ষণ।


আমার আঁধার কেটে যায় প্রভুর দয়ার পরশে 

জীবনে যত বাধা আসুক থাকবো তোমার পাশে

আমার হৃদয় যেনো তোমার থাকে, থাকে সর্বক্ষণ।


Lyrics, Tune & Music By - David Roy

Singer - Roy Family.


https://youtu.be/_mhpnN_2pgY

এমন কেহই নাই

 G.       D.     G.  C

এমন কেহই নাই
                               G.       D
পারে না কেউ ছুতে আমার হৃদয়
G.                         C.                         G
অনন্ত জীবন শুধু তোমাতে পাই আর তাই
           D.         G
এমন কেহই নাই.(2)
G
অনুগ্রহ বহে স্রোতের মত
C.          D.       G
তোমার হাতেই সুস্থতা
Em.   C.    D             G
দুখি সন্তানেরা পায়
Am.                        D
তোমার নিরাপদ আশ্রয় .

Song - There Is None Like You
Bangla Translation By David Roy
Singer - Aradhona Roy
30/1/2021

https://youtu.be/Gi_oQWPST4E

হাল্লেলূইয়া, হাল্লেলূইয়া

হাল্লেলূইয়া, হাল্লেলূইয়া, হাল্লেলূইয়া, হাল্লেলূইয়া

হাল্লেলূইয়া, হাল্লেলূইয়া, হাল্লেলূইয়া, হাল্লেলূইয়া

যীশু তোমায় ভালবাসি (৪)
তোমার প্রেমে যেন থাকি

প্রভুর আত্নায় পূর্ন কর (৪)
পাপের হৃদয় ছিন্ন কর।

যীশু আসবেন মেঘরথে (৪)
আমায় নিতে তারি সাথে।

Song - Hallelujah
Bangla Translation By - David Roy
Cover By - Roy Family.

https://youtu.be/c3i3vCcqkR4

গৌরবময় ঈশ্বর

গৌরবময় ঈশ্বর, সুন্দরময় রাজা

অপূর্ব প্রভু, নত হই আমি
নত হই তোমার চরনে
করি আরাধনা শুধু তোমারি সনে.(২)

তোমার নাম আলফা, ওমেগা, চিরস্থায়ী পরিবর্তনহীন, শক্তিমান, যীহোবা
গৌরবময় ঈশ্বর নত হই আমি.(২)

Song - Glorious God
Song Writers - Elijah Segun Oyelade
Bangla Translation By - David Roy
Song Cover By - Roy Family.


https://youtu.be/0lS6aDNCEi4


যীশু আছেন সঙ্গে

যীশু আছেন সঙ্গে
নেই কোন ভয়
নৌকা ডুববে না
হবে মোদের জয়. (২)

ধূয়া : যীশু আছেন
মোদের রক্ষা করবেন
কারন তিনি মোদের
ভালবাসেন ( যীশু আছেন).

ঝড় বয়ে যাবে
হবে না ক্ষতি
দূর্বল হব না
যীশুই গতি. (২)

New Official Worship Song 2021
Lyrics, Tune & Music - David Roy
Singer - Aradhona Roy & Prarthona Roy


https://youtu.be/g_YYYlEmhgg


গাও হাল্লেলূইয়া

গাও হাল্লেলূইয়া, গাও হাল্লেলূইয়া

গাও হাল্লেলূইয়া........................

কারন প্রভু তাঁর রাজ্যে মহান

ও কারন প্রভু তাঁর রাজ্যে মহান. (২)


আনন্দ করি অশেষ

গৌরব হোক পবিত্র নাম

আনন্দ করি অশেষ

কারন প্রভু তাঁর রাজ্যে মহান

ও কারন প্রভু তাঁর রাজ্যে মহান. (২)


Song - Sing Hallelujah

Bangla Translation By - David Roy

Music Composition - David Roy

Singer - Roy Family


https://youtu.be/wr6vSY0PxU0

গাও হলেলুইয়া প্রভূতে

গাও হলেলুইয়া প্রভূতে

গাও হলেলুইয়া প্রভূতে

গাও হলেলুইয়া গাও হলেলুইয়া 

গাও হলেলুইয়া প্রভূতে ।


যীশু মৃত্যুঞ্জয়ী রাজা

যীশু মৃত্যুঞ্জয়ী রাজা

যীশু মৃত্যুঞ্জয়ী যীশু মৃত্যুঞ্জয়ী 

যীশু মৃত্যুঞ্জয়ী রাজা ।


যীশু পুনরুত্থান ও জীবন

যীশু পুনরুত্থান ও জীবন

যীশু পুনরুত্থান যীশু পুনরুত্থান 

যীশু পুনরুত্থান ও জীবন ।


যীশু মুক্তিদাতা মোদের

যীশু মুক্তিদাতা মোদের

যীশু মুক্তিদাতা যীশু মুক্তিদাতা

যীশু মুক্তিদাতা মোদের ।


যীশু খ্রীষ্ট আসিবেন

যীশু খ্রীষ্ট আসিবেন

যীশু  খ্রীষ্ট আসবেন যীশু  খ্রীষ্ট আসবেন

যীশু খ্রীষ্ট আসিবেন ।


Sing Hallelujah To The Lord

Bangla Translation By - David Roy

Music Composition - David Roy

Cover By - Roy Family

https://youtu.be/WhLBZxZf2VI

আমি ভয় করিনা কিছুতেই

মি ভয় করিনা কিছুতেই

হোক যত মৃত্যু ভয়
প্রভু আমার শক্তি ও জয়
তুমি আমার দূর্গ আশ্রয়
আমার আর নেই কোন ভয়
তুমি জীবনের মঙ্গলময়.(২)


ধূয়া: হাল্লেলূইয়া , হাল্লেলূইয়া , হাল্লেলূইয়া
তুমি জীবনের মঙ্গলময়.
হাল্লেলূইয়া , হাল্লেলূইয়া , হাল্লেলূইয়া
তুমি আছ সর্বদাই.


তুমি উওম মেষপালক
চালাও তুমি আমাকে
আমি বিশাস করি তোমায়
আমি নির্ভর করি তোমাতে
আমার সমস্ত গতি পথ
পরিচালনা দাও আমাকে.(২)

New Official Worship Song 2021
Lyrics, Tune & Music - David Roy
Singer - Roy Family


https://youtu.be/NjXs4X9Di8I

একদিন চলেই তো যাব

একদিন চলেই তো যাব
পৃথিবীর মায়া ছেড়ে
যেথায় যাব সেথায় আছে ঠিকানা.(২)

দু:খ আছে আছে কাঁটার জ্বালা
আছে প্রান সংশয় আছে অন্তরজ্বালা
যীশুর কাছে আছে শান্তির পথ
আছে অনন্ত জীবনের ঠিকানা.(২)

ধন সঞ্চয় কর পরম দেশে
যেন শান্তিতে কাটে এই জীবন শেষে
যেখানে তোমার ধন সেখানেই মন
পৃথিবীতে ধন সঞ্চয় কোর না.(২)

New Memorial Song For Mother
Lyrics, Tune & Music - David Roy
Singer - Aradhon Roy
24/4/2021.

https://youtu.be/swY-gEtGPRE


প্রভু দয়া কর

 প্রভু দয়া কর

আমার যত পাপ ক্ষমা কর.

প্রভু নত কর

আমার অহমিকা দূর কর.


আমাকে তুমি উদ্ধার কর

আমাকে তুমি নম্র কর

আমায় মুক্ত কর.


পাপময় পৃথিবীতে

আমরা প্রবাসী

অনন্ত জীবন পেতে

তোমার কাছে আসি

এ  জীবনের আশা তুমি

আলোকিত কর.


আমার এ হৃদয়ে

এসে বস তুমি

তোমারই করুনায়

বেঁচে আছি আমি

তুমিই পথ তুমিই সত্য

আমায় তুমি ধর.


Lyrics, Tune & Music - David Roy

Singer - David Roy

17/4/2021.

https://youtu.be/CV_BuQSKIBE