আমি সকাল বেলা তোমার কাছে হই সমর্পণ
আমার হৃদয় মাঝে তোমায় করি বিনীত নিমন্ত্রণ।
প্রতিদিন আলো বাতাস দিয়ে আমাকে বাঁচিয়ে রাখ
প্রতিদিন তুমি আমার উপর ছায়া হয়ে থাকো
এমন ভালোবাসা করে থাকেন প্রভু সর্বক্ষণ।
আমার আঁধার কেটে যায় প্রভুর দয়ার পরশে
জীবনে যত বাধা আসুক থাকবো তোমার পাশে
আমার হৃদয় যেনো তোমার থাকে, থাকে সর্বক্ষণ।
Lyrics, Tune & Music By - David Roy
Singer - Roy Family.